অনেক পুরোনো লেখা...
শাহবাগ নিয়ে দুচার দিন কলেজ স্ট্রীট বিপ্লব করে বেশ একটা তৃপ্তির ঢেকুর তুলছি। আরাম করে পায়ের উপর পা দিয়ে বসে একটা সিগারেট ধরিয়েছি। সাগর এল। "পঞ্চায়েত দেখেছিস? কি হল বলতো কেসটা?" ঢোক গিলতে হল। বললাম "আমি ঠিক জানিনা রে ফলো করছিনা অতটা ডিটেলে"। সাগর:"অঃ, তুই তো সেই শাহবাগ নিয়ে পড়ে আছিস। নিজের দেশে কি হচ্ছে খবর নেই কিন্তু শাহবাগ নিয়ে মরাকান্না, এই তোদের সমস্যা - তোরা শালা একদম বিচ্ছিন্ন, মানুষের কাছে যেটা ইস্যু সেটা বাদ দিয়ে আর বাকি সব কিছুতে তোদের আগ্রহ। পশ্চিমবঙ্গে বসে, কেন তুই শাহবাগি?" ইতিমধ্যে সৌম্য, পিন্টু চলে এসেছে। গরমাগরম কোর্ট, পঞ্চায়েতের হট্টগোল - আসর জমজমাট। আমার আর বলা হল না কেন আমি আমি শাহবাগি - সেটাই চিৎকার করে বলতে গিয়ে এই সুতো।
বাংলাদেশটা তালিবানিদের (তালিবানি শব্দটা প্রচলিত অর্থে - এর আসল মানে শিক্ষার্থী সেটা মনে আছে) হাতে চলে গেলে কি হতে পারে তার একটা ধারনা পাওয়া যেতে পারে পাকিস্তানকে দেখে। স্বাভাবিকভাবেই, এপার বাংলায় যে শান্তির কলকাতা, মেট্রো রেলের গেটে ভুঁড়িয়ালা পুলিশ আর হাই তুলবে না - ওদের কাজ অনেক বেড়ে যাবে। আর পাঁচ বছর পর, লোকে ভুলে যাবে শাহবাগ - ভুলে যাবে একটা গোটা দেশ, জাতি চেয়েছিল অন্যকিছু। মনে থাকবে বাংলাদেশ মানেই আতঙ্ক আর সন্ত্রাসবাদ। লোকে বলবে ইন্ডিয়ার উচিৎ দুটো আ্যটোম বোম দুদিকে ফেলে বাংলাদেশ আর পাকিস্তানকে উড়িয়ে দেওয়া।
আমি কিছুই করতে পারিনা, কিন্তু আমার মনে পড়ে "কেন চেয়ে আছো গো মা" - আমিতো আর ঋত্বিক ঘটক নই, আমি একেবারে ছাট মাল - কিছুই করতে পারিনা তাই এপারে বসেশুধু বলতেই পারি - পশ্চিমবঙ্গে থেকেও, আমি শাহবাগি।
No comments:
Post a Comment